ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সে ভর্তি পরীক্ষার ফল আজ ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ সকালে অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এসময় সাত কলেজ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো: দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইমদাদুল হক সহ অধিভুক্ত কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে মোট ১৯ হাজার ৬০৩ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৭০৫ জন। বিজ্ঞান ইউনিটের অধীনে ২০ হাজার ৩৩১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৭৫২ জন। বাণিজ্য ইউনিটের অধীনে মোট ১৮ হাজার ৩১৫জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী।

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সের ক্লাসসমূহ আগামী ১৪ জানুয়ারি ২০১৮ তারিখ থেকে শুরু হবে। ক্লাস শুরুর আগে অবশ্যই শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

//স

পছন্দের আরো পোস্ট