নর্দানে ফার্মেসী অনুষদের ওরিয়েন্টেশন

নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর ফার্মেসী অনুষদের ওরিয়েন্টেশান শনিবার অনুষ্ঠিত হয়। ফার্মেসী অনুষদের হেড প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস এর ব্যব¯হাপনা পরিচালক মো. এবায়েদুল করিম।

অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন রচ বাংলাদেশ লি: এর কান্ট্রি ম্যানেজার ও ব্যাব¯হাপনা পরিচালক ড. আফরোজ জলিল।

Post MIddle

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপ- উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম ও ট্রেজারার মো: আনোয়ার হোসাইন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের সম্পদ, এই সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনারা দেশের কল্যাণ বয়ে আনবেন এবং নিজেদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে তেরী করে ফার্মাসিউটিক্যালস শিল্পে অবদান রাখবে বলে আমরা আশা করি।
অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট