ইন্টার্নশিপে ভারতে যাচ্ছেন বাকৃবি শিক্ষার্থীরা

মোঃ ছিদ্দিকুর রহমান,বাকৃবি প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৪ তম ব্যাচের শিক্ষার্থীদের ১৭ তম ইন্টার্নশিপের উদ্বোধন করা হয়েছে ।বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কক্ষে ওই ইন্টার্নশিপের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ ।

এ বছর ভারতসহ দেশের বিভিন্ন জায়গায় ওই ইর্ন্টানশিপ প্রোগামে অংশ নিচ্ছেন ১৪৪ জন ভেটেরিনারিয়ান । ভারতের তামিলনাড়– ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্স ইউনিভার্সিটির অধীনে একমাস ব্যাপী ইর্ন্টানশিপ করবেন শিক্ষার্থীরা।

Post MIddle

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপনকালে সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক রুখসানা আমিন রুনা বলেন, ছয়মাস ব্যাপী এই ইর্ন্টানশীপের মাধ্যমে শিক্ষার্থীরা গবাদিপশু-পাখি ও চিড়িয়াখানার পশুপাখিদের সঠিকভাবে ডায়াগনসিস, ভ্যাকসিন প্রদানসহ সঠিক চিকিৎসা প্রদানে দক্ষতা অর্জন করবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ বলেন, একজন সফল ভেটেনারিয়ান হওয়ার জন্য ব্যবহারিক জ্ঞান থাকা অত্যাবশ্যক। কোন রোগের প্রকৃত সমস্যা জেনে তারপর চিকিৎসা প্রদান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের সাড়ে চার বছরের তাত্ত্বিক জ্ঞানকে হাতে কলমে শেখার মাধ্যমে ভেটেরিনারি কোর্স পরিপূর্ণতা পাবে। ইন্টার্নশিপের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর মাঠ পর্যায়ের কৃষকদের সাথে কথা বলার দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় প্রাণি সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুল কাদের।

পছন্দের আরো পোস্ট