সাউথইস্টে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ

সাউথইষ্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস ২০১৯ উপলক্ষে ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন, এমপি। এসইইউ উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন এর সভাপতিত্বে এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মুহম্মদ নূরুল হুদা।

Post MIddle

বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো: রেজাউল করিমের পক্ষে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন সাউথইষ্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. এম এ হাকিম।

সভায় উপস্থিত ছিলেন এসইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, উপ-উপাচার্য, রেজিষ্ট্রার, চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। ২য় পর্বে এসইইউ কালচারাল ক্লাবের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পছন্দের আরো পোস্ট