আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ইউল্যাবের ছাত্র সিয়ামের ব্রোঞ্জ পদক লাভ

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ছাত্র জাতীয় দাবারু ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম UniKL MFI INTERNATIONAL RAPID CHESS CHAMPIONSHIP 2.0 (FIDE RATED)

” ইউনিকেএল এমএফআই আন্তর্জাতিক ফিদে র‍্যাপিড দাবা প্রতিযোগীতা ২.০ ” বাংলাদেশ, মালয়েশিয়া, তুর্কমেনিস্তান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া এর সাথে খেলে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।

টুর্নামেন্টের রাঙ্কিং অনুসারে তাহার অবস্থান তৃতীয়। কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ডেভেলপমেন্ট ও ক্যাম্পাস লাইফস্টাইল বিভাগের ডেপুটি ডীন নরেইশিয়া বিন্তি আবদুল্লাহ এর কাছ থেকে তিনি এই পুরষ্কার গ্রহন করেন।

Post MIddle

এই টুর্নামেন্টে ৬ টি দেশের সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিভাগ থেকে ২০৪ জন জন খেলোয়াড় অংশগ্রহন করে। ইউল্যাব দাবা ক্লাব থেকে ১ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

বান্দার বারু, বাংগি, সেলাঙ্গর, মালয়েশিয়ায় অবস্থিত কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ে ২৯-৩০ সেপ্টেম্বর, ২০১৮ দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

নয় রাউন্ড খেলা হয়। সিয়াম (৭.৫) সাড়ে সাত পয়েন্ট পান; সাতটি খেলায় জয়লাভ, একটিতে ড্র এবং একটিতে হারেন।

পছন্দের আরো পোস্ট