গরমের কারনে বাকৃবিতে অনলাইন ক্লাস

বাকৃবি প্রতিনিধি।

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের নানাবিধ শারীরিক সমস্যা বিবেচনায় নিয়ে অনলাইন ক্লাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কর্তৃপক্ষ। সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদীয় সভাকক্ষে আগামী ২৩এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডিন কাউন্সিরের সদস্যবৃন্দ।

Post MIddle

তবে তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষাগুলো সশরীরে চলমান থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. ছাজেদা আখতার ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, তীব্র তাপ প্রবাহের কথা বিবেচনা করে করবে ২৩ থেকে ২৫ এপ্রিল প্রতিদিনের ক্লাসগুলো অনলাইনে নেওয়ার  সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। যদি পরিস্থিতির অবনতি হয় অর্থাৎ এই তাপপ্রবাহ চলমান থাকে সেক্ষেত্রে প্রশাসন  কার্যক্রমকে আরো বর্ধিত করবে। অন্যথায় ক্লাস আবারও পূর্বের ন্যায় সশরীরে হবে।

পছন্দের আরো পোস্ট