চবির সাথে ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির সমঝোতা

চবি প্রতিনিধি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের সাংহাই শহরের ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।আজ (২৭ মার্চ ২০২৪) দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এর সাথে চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন এর নেতৃত্বে চায়না নরমাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর শিক্ষকবৃন্দ, চবি রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সদস্যরা হলেন,GU Hongliang, Vice President of East China Normal University, ZHANG Wenming, Vice Dean, National Institutes of Educational Policy Research, HE Lijun, Associate Professor, State Key Laboratory of Estuarine and Coastal Research Ges CHENG Xiaohong, Program Officer, International Cooperation & Exchange Division
Post MIddle
উপাচার্য তাঁর বক্তব্যে ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সদস্যদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। তিনি বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নের জন্য যৌথ গবেষণা ও শিক্ষা বিনিময় জরুরী।
ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের আরও কিছু বিশ্ববিদ্যালয়ের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বিভিন্ন যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান সরকারের গৃহিত পদক্ষেপের অংশ হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান-গবেষণার ক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি চায়নিজ ভাষাসহ বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন, উন্নত প্রযুক্তির ব্যবহার, গবেষণায় উৎকর্ষ সাধন ও যুগোপযোগী শিক্ষায় প্রশিক্ষিত হওয়ার লক্ষ্যে বর্তমান প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।” মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকা- সম্প্রসারণে চায়না প্রতিনিধি দলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তাঁরা চবি উপাচার্য এর কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে নিয়মিতভাবে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা ও একাডেমিক কার্যক্রম যৌথভাবে পরিচালনার মাধ্যমে সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
পছন্দের আরো পোস্ট