বাকৃবিতে পশুপালন দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি।

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টায় পশুপালন দিবস উপলক্ষে ওই অনুষদ থেকে এক আনন্দ র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে  শেষ হয়।

Post MIddle

এ সময় অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ র‌্যালিটিতে  অংশগ্রহণ করে।এরপর দুপুর ২ টায় বাকৃবির পশুপালন অনুষদের আয়োজনে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘স্মার্ট অ্যানিম্যাল হাসবেন্ড্রি স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসময়  স্বাগত বক্তব্য প্রদান করেন পশুপালন দিবস-২০২৪ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবির ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম।

পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. ছাজেদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এমদাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন আকন্দ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদ, বাংলাদেশ অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. অসীম কুমার দাস।

পছন্দের আরো পোস্ট