অব্যাহতি নিলেন জবি রেজিস্ট্রার

মোঃ রাকিবুল ইসলাম,জবি প্রতিনিধি

পারিবারিক কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নিয়েছেন প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

মঙ্গলবার (১২ মার্চ)  দুপুরে রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সবার কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। কী কারণে তিনি অব্যাহতি নিয়েছেন, সে বিষয়ে জিজ্ঞেস করা হলে কোনো উত্তর দেননি।

Post MIddle

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘ইউজিসি রিপোর্ট আসার আগেই অনেকদিন ধরে তিনি আমার সাথে তার পদত্যাগ নিয়ে আলোচনা করছেন।’ অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। ইউজিসি রিপোর্টের সত্যতা পেলে আমরা সে অনুযায়ী সমাধান করব।’

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভরপ্রাপ্ত রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলামকে। উপাচার্যের আদেশক্রমে উপ পরীক্ষক নিয়ন্ত্রক (সংস্থাপন শাখা) সাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়।

১৩ মার্চ (বুধবার) অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং ছাত্রকল্যাণের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

পছন্দের আরো পোস্ট