খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

কুয়েঠ প্রতিনিধি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল (মাধ্যমিক ও প্রাথমিক শাখা) ও উম্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ ফেব্রুয়ারি) শনিবার সকালে বিদ্যালয়ের মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।

Post MIddle

এসময় তিনি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য রাখতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। ক্রীড়া বা সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার জয় বড় বিষয় নয়, অংশগ্রহণ করাই মূখ্য। প্রতিযোগিতা শিক্ষার্থীদের সহনশীল ও আত্মপ্রত্যয়ী হতে সাহাস্য করে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বিদ্যালয়সমূহের শিক্ষক, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,০৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।

পছন্দের আরো পোস্ট