ডুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা

ডুয়েট প্রতিনিধি।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এ আজ সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।

Post MIddle

অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ খেলায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার ফাইনাল খেলায় কে এন আই হল (ধুমকেতু) চ্যাম্পিয়ন এবং ড. কিউ কে হল (রাইডার) রানার আপ হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের মধ্যে গ্রুপভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট