সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রতি বছরের মতো এবারও মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনলাইন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন, কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ হাকিম এতে বক্তব্য রাখেন। রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা এ সময় অনলাইনে উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট