দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে ইবির ৭০ শতাংশ আসন শূণ্য

ইবি প্রতিনিধি-

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি শেষে ২০৯৫ টি আসনের মধ্যে ৬২০ টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় আইসিটি সেল। ফলে বিশ্ববিদ্যালয়ের ৭০.৪১ শতাংশ আসন এখনো খালি রয়েছে।

Post MIddle

সূত্র মতে, গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়। পরে ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। ২৫ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে ১৪৭৫ টি আসন খালি রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটের ৫৫০ আসনের মধ্যে ৩৪৯টি, কলা, ‘বি’ ইউনিটের ১০৯৫ টি আসনের মধ্যে ৮২৯টি এবং ‘সি’ ইউনিটের ৪৫০ টি আসনের মধ্যে ২৯৭টি আসন শূন্য রয়েছে। খালি আসনগুলোর জন্য ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
পছন্দের আরো পোস্ট