কানাডিয়ান ইউনিভার্সিটিতে যোগ দিলেন ড. আনিস পারভেজ

নিজস্ব প্রতিবেদক।

প্রক্ষাত শিক্ষাবিদ ও চলচ্চিত্র গবেষক এবং বিশেষজ্ঞ ড. আনিস পারভেজ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে গত ১ জানুয়ারী ২০২২ তারিখে যোগদান করেছেন।

ড. আনিস পারভেজ মিডিয়া এবং চলচ্চিত্র বিদ্যা, ইনফরমেশন ও কগনিটিভ সায়েন্স, এবং সোশিয়লজি ও সোশ্যাল ইনফরমেটিক্সে অধ্যয়ন করেছেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়,ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় ব্লুমিংটন এবং অসলো বিশ্ববিদ্যালয় থেকে। তিনি সোশ্যাল ইনফরমেটিক্সে বিশ্বের প্রথম গ্র্যাজুয়েট।

Post MIddle

ড. আনিস পারভেজ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং ১৯৯০ দশকে ইলেক্ট্রনিক যোগাযোগ নিয়ে গবেষণা করেছেন অসলো বিশ্ববিদ্যালয়ে।তাঁর গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে।

বর্তমানে ড. আনিস পারভেজ সিনেমার সাইবারনেটিক্স তত্ত্ব নিয়ে গবেষণা করছেন,যা সিনেমা তত্ত্বে সম্পূর্ণ নতুন সংযোজন। অধ্যাপনা ও গবেষণার পাশাপাশি তিনি উন্নয়ন পরামর্শক হিসেবে কাজ করেছেন জাতিসংঘের বিভিন্ন দপ্তর ও বিভিন্ন আন্তর্জাতিক ও দেশিয় উন্নয়ন সংস্থায়।

পছন্দের আরো পোস্ট