ইবিতে তারুণ্যের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

ইবি থেকে খলিলুর রহমান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্য” প্রায় শতাধিক দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।বুধবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

ক্যাম্পাসের আশেপাশের প্রায় একশ পরিবার দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।তারুণ্যর একঝাঁক তরুণ ও নিবেদিত স্বেচ্ছাসেবকরা দীর্ঘ এক মাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে অনুদান সংগ্রহ করে এ শীতবস্ত্র ক্রয় করেন বলে জানা যায়।

Post MIddle

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্য সংগঠনের সভাপতি সাকির হাসান এ সময় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন অধ্যাপক ড.শাহাজান মন্ডল ও  অতিথি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক তারিক বিন নজরুল,ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটি’র সভাপতি  মুরতুজা হাসান’সহ অন্যান্য সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

তারুণ্য সাংগঠন শীতবস্ত্র বিতরণ সঞ্চালনায় করেন সারিহা সুলতানা ও মুরছালিন আহাম্মেদ সানি

প্রসঙ্গত উল্লেখ্য যে, তারুণ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি  স্বেচ্ছাসেবী সংগঠন। ২০০৯ সালের ২৯ শে জুলাই প্রতিষ্ঠার পর থেকে তারুণ্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। রক্তদান কর্মসূচী, তারুণ্য লাইব্রেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশীপ ট্রেনিং, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ, অসহায় শিক্ষার্থীদের সহায়তা এর মধ্যে উল্লেখযোগ্য।

পছন্দের আরো পোস্ট