মুজিববর্ষ বাইসাইকেল কর্মসূচি উদ্বোধন

ঢাবি প্রতিনিধি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ডাকসু ছাত্রলীগ প্যানেল (২০১৯-২০) এর উদ্যোগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণের জন্য ‘মুজিববর্ষ বাইসাইকেল কর্মসূচি’ উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ (২০ ডিসেম্বর ২০২১) সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন।

Post MIddle

ডাকসু’র সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে এবং সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

নাভানা গ্রুপের অর্থায়নে এই বাইসাইকেল বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং নাভানা গ্রুপের সিইও ওয়াহেদ আজিজুর রহমান বক্তব্য রাখেন।

পছন্দের আরো পোস্ট