ড্যাফোডিল স্কুলে অনলাইন সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ ভার্সনের আয়োজনে ‘অনলাইন সায়েন্স কার্নিভাল ২০২১’ শীর্ষক বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে।

মাসব্যাপী অনুষ্ঠিত এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল (৮ নভেম্বর) স্কুলের ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

Post MIddle

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সেক্রেটারি ড.ফেরদৌস জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশল স্কুলের প্রিন্সিপাল ড. মো. মাহমুদুল হাসান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মো. শিবলি সাদিক।

অনলাইন সায়েন্স কার্নিভালে রাজধানীর বিশটি স্বনামধন্য বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুলের ১ম থেকে ১০ম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।বিভিন্ন পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে মেধাক্রম অনুসারে তিনটি বিভাগ থেকে নয়জন শিক্ষার্থী বিজয়ী হয়।

পছন্দের আরো পোস্ট