খুবিতে জেলহত্যা দিবস পালিত

খুবি প্রতিনিধি।

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আজ (৩ নভেম্বর ২০২১) বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালন করা হয়। কর্মসূচির শুরুতে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

Post MIddle

এরপরই সেখানে জাতীয় চার নেতার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, শিক্ষক সমিতি, অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এরপর সকাল ১১.১৫ মিনিটে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে বই প্রদান। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট