আইইউবিতে রবির ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

নিস্ব প্রতিবেদক।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ  (আইইউবি)-এর ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট (সিজিপি) অফিস ২৬ আগস্ট, ২০২১ আইইউবি’র ফ্রেশ  গ্র্যাজুয়েটদের জন্য চাকরির প্রস্তুতি বিষয়ক এক ওয়েবিনার আয়োজন করে।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট (এইচআর বিজনেস পার্টনারিং অ্যান্ড ডিজিটাল অপারেশনস) মারুফুল আলম চৌধুরী।

Post MIddle

নিজের জীবনের অভিজ্ঞতার কথা উদাহরণ টেনে করিপ্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যাদের সিজিপিএ তুলনামূলক কম তারাও বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ভালো চাকরি পেতে পারেন। তিনি বলেন, প্রত্যকে চাকরির বাজারে একজন শিক্ষার্থী হলো পন্যের মতো, যার গুনাগুণ যতো ভালো চাকরির বাজার তার ততো বেশি মূল্য।

সিভি লিখন পদ্ধতি, মৌখিক পরিক্ষায় নিজেকে উপস্থাপন সহ এবং একজন চাকরিপ্রার্থীকে প্রতিযোগিতার বিশ্বে কীভাবে পরিপূর্ণভাবে প্রস্তুত হতে হবে সে বিষয়ে তিনি দিক-নির্দেশনা দেন।

প্রশ্ন-উত্তর পর্বে তিনি চাকরিপ্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় সিজিপি’র পরিচালক মোহাম্মদ নাইমুজ্জামান, সহকারী পরিচালক শারমিন ইসলাম  উপস্থিত ছিলেন। ওয়েবিনার মডারেট করেন সিজিপি’র ক্যারিয়ার কাউন্সিলর ফারজানা হাফিজ।

পছন্দের আরো পোস্ট