সাউথইস্টে টেক্সটাইলে উদ্ভাবন শীর্ষক ই-কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দু’দিন ব্যাপী “টেক্সটাইলে উদ্ভাবন” শীর্ষক ই-কনফারেন্সের ২০২০ উদ্বোধনী পর্ব ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল এর উপাচার্য অধ্যাপক মো: আবুল কাশেম।

Post MIddle

এসইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান।

কনফারেন্সে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক এবং বাংলাদেশের মোট সাতটি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকগণ কারিগরি প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

পছন্দের আরো পোস্ট