ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. জাহাঙ্গীর

ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম আগামী ১ বছরের জন্য তাকে নিয়োগ দেন। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্মাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

Post MIddle

অফিস আদেশে বলা হয়, গত ২২ ডিসেম্বর সদ্যসাবেক প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণের মেয়াদ শেষ হয়। ড. পরেশের মেয়াদ শেষ হওয়ায় ড. জাহাঙ্গীরকে তার স্থলাভিষিক্ত করা হয়। এছাড়াও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় তাকে ড.পরেশকে ধন্যবাদ জানায় কতৃপক্ষ।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর বলেন হোসেন, “আমাকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ। আমার দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতা কামনা করছি।”

পছন্দের আরো পোস্ট