ইবিতে আবাসিক সুবিধা ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা

টি এইচ জায়িম,ইসলামী বিশ্ববিদ্যালয়।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তর চুড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভাকক্ষে ১১৯তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হলেও আবাসিক হল খোলা হচ্ছেনা বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

Post MIddle

একাডেমিক কাউন্সিলের সভায় ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের সভাপতিরা।

আবাসিক হল বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা পাবে শিক্ষার্থীরা বলে জানা গেছে।

পছন্দের আরো পোস্ট