জেল হত্যা দিবসে রাবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

রাবি প্রতিনিধি।

আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস। দিবসটির স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরৃ পক্ষ থেকে জেল হত্যাকা-ে শহীদ চার জাতীয় নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শহীদের মাজারে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারীসহ প্রশাসনের ঊর্ধতন কমকর্তা ও বিশিষ্ট শিক্ষকগণ পুষ্পস্তবক অর্পণ করেন।

Post MIddle

পুস্পস্তবক অর্পনের পর তাঁরা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। সেখানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদসহ অন্যান্য কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠানও সেখানে পুষ্পস্তবক অর্পণ করে।

প্রসঙ্গত, শহীদ এ এইচ এম কামারুজ্জামানের মাজার রাজশাহী শহরের কাদিরগঞ্জে অবস্থিত।

পছন্দের আরো পোস্ট