অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা করছে জবি

জবি প্রতিনিধি।

ইউজিসির নির্দেশনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এ অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনলাইন শিক্ষাকার্যক্রমে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বিভাগের যে সকল শিক্ষার্থীর ডিভাইস ক্রয়ে আর্থিক সক্ষমতা নেই, শুধুমাত্র সে সকল শিক্ষার্থীর নির্ভুল তালিকা আগামী ২০ আগষ্টের মধ্যে রেজিস্ট্রার অফিস বরাবর প্রেরণের অনুরোধ করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান ও ডেপুটি রেজিস্টার (প্রশাসন) মোহাম্মদ মশিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশের (১৭ আগস্ট) মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, উপর্যুক্ত বিষয় ও সূত্রাক্ত পত্রের প্রেক্ষিতে জানাচ্ছি যে, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অনাকাঙ্খিত অবস্থায় শিক্ষার্থীদের সুবিধার্থে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে অনলাইন শিক্ষাকার্যক্রম শুরু করার অভিপ্রায়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও পাবলিক বিশ্ববিদ্যালয় সমুহের উপাচার্য মহােদয়গণের সমন্বয়ে জুম ক্লাউড সভা অনুষ্ঠিত হয়।

Post MIddle

সভায় সম্মানিত উপাচার্যগণের মতামতের ভিত্তিতে অনলাইন শিক্ষাকার্যক্রমে যাতে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধাসহ শিক্ষার্থীদের বিনামূল্যে ডাটা সরবরাহ এবং সফট লোন/গ্রান্টস-এর আওতায় স্মার্টফোন সুবিধার নিশ্চয়তা বিধানের জন্য কমিশন থেকে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর পত্র প্রেরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমতাবস্থায়, অনলাইন শিক্ষাকার্যক্রমে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আপনার বিভাগের যে সকল শিক্ষার্থীর ডিভাইস ক্রয়ে আর্থিক সক্ষমতা নেই, শুধুমাত্র সে সকল শিক্ষার্থীর নির্ভুল তালিকা আগামী ২০ আগষ্টের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলাে।

রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, ইউজিসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তালিকা চেয়েছে। আমরা তালিকা প্রস্তুত করার জন্য ডিপার্টমেন্ট/ইন্সটিটিউটের চেয়ারম্যান কাছে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরি করার জন্য নোটিশ পাঠিয়েছি। স্মার্টফোন সুবিধা কিংবা ইন্টারনেট প্যাকের ব্যাপারে সরকার বিশ্ববিদ্যালয়ে অনুসারে ব্যবস্থা নিবেন। সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিছু জানানো হয় নি।

পছন্দের আরো পোস্ট