সিইডিপি শিক্ষক প্রশিক্ষণের সমাপনী

নিজস্ব প্রতিবেদকঃ

গত সোমবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিইডিপির শিক্ষক প্রশিক্ষণের ষষ্ঠ ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘যার যার অবস্থান থেকে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে। আপনারা এই প্রশিক্ষণ থেকে যা শিখেছেন তা নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করবেন।’

Post MIddle

সিইডিপির শিক্ষক প্রশিক্ষণের ষষ্ঠ ব্যাচে ইংরেজি, হিসাববিজ্ঞান, সমাজকর্ম ও প্রাণিবিদ্যা বিভাগে মোট ১৩৭জন শিক্ষক অংশগ্রহণ করেন। চারজন কোর্স অ্যাডভাইজার ছিলেন। ইংরেজি বিভাগের কোর্স অ্যাডভাইজার ছিলেন প্রফেসর ড. তাজিন আজিজ চৌধুরী, হিসাববিজ্ঞানের প্রফেসর ড. ধীমান কুমার চৌধুরী, সমাজকর্মের প্রফেসর ড. মো. আবুল হোসেন, প্রাণিদ্যিা বিভাগের প্রফেসর ড. শারমিন মুসা।

অনুষ্ঠানে স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান।

পছন্দের আরো পোস্ট