ড্যাফোডিলে দীক্ষা ক্যাম্প ও মেট কোর্স অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদকঃ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের সপ্তাহ ব্যাপি একাদশ দীক্ষা ক্যাম্প ও মেট কোর্স বি. এ. এফ শাহীন কলেজ, বিমান বাহিনী ঘাঁটি, পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইলে সেপ্টেম্বর ৯-১৫, ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার কমডোর মোঃ জাহিদুর রহমান, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি, পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইল, চীফ স্কাউট পারসোনালিটি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুল আলম বীরপ্রতিক, সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন মোঃ মোখলেসুর রহমান, অধ্যক্ষ, বি. এ. এফ শাহীন কলেজ, উইং কমান্ডার এম শামীম উদ্দিন, কমিশনার, বাংলাদেশ স্কাউটস, টাঙ্গাইল জেলা এয়ার।

Post MIddle

সপ্তাহব্যাপি অনুষ্ঠানমালার মধ্যে ছিল প্রশিক্ষণ, দীক্ষা, সামাজিক সচেতনতামূলক প্রোগ্রাম, তাঁবু বাস, উন্নয়ন কর্মকান্ড, শিক্ষা সফর, তাবু জলসা, সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান । ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের র্গাল ইন রোভার লিডার এবং বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক (প্রোগ্রাম) ফারহানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রোভার লিডার সাইফুল ইসলাম খান।

ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন সিনিয়র রোভার মেট নাজমুল হাসান, ফারহান, নিসা এবং ইকরা ইতু। এবারের ক্যাম্পে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভার, অন্যান্য ইউনিটের রোভার সদস্য, লিডার/ট্রেনারসহ প্রায় ১৮০ জন সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীক্ষা প্রদান অনুষ্ঠান স্কাউটদের জীবনে অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্নশুদ্ধির মাধ্যমে পরিশীলিত হয়ে মনে প্রানে স্কাউট আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করে। বিপি’র আদর্শে অনুপ্রানিত হয়ে সবার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষে কাজ করতে হবে।

বক্তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে এর ধারা অব্যাহত রাখার আহবান জানান।

পছন্দের আরো পোস্ট