ইবিতে তুরস্কের প্রতিনিধি দল

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৪ দিনব্যাপি টিচিং এন্ড ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। রোববার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় আইসিটি সেলের ভার্চুয়াল রুমে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ্যাফেয়ার্স সেল এই প্রগ্রামের আয়োজন করে।

Post MIddle

প্রগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের চানকিরি ক্যারাটেকিন বিশ্ববিদ্যালয়ের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল বক্তব্য রাখেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন ড. ছোয়াইব তুরান, ড. ইফেহান উলাস, ড. বুরাক কেসকিন ও সরকান কোলদাস।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটেং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনিরুজ্জামান, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. মামুন আল রশীদ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ্যাফেয়ার্স সেলের প্রধান ড. সাহাদাৎ হোসেন আজাদ, সদস্য ড. হুমায়ুন কবির ও ড. নাছির উদ্দীন আজহারী। এছাড়াও ট্রেনিং প্রোগ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ভারত, নেপাল, ইথিওপিয়া, সোমালিয়া এবং শ্রীলংকার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ্যাফেয়ার্স সেলের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তারা আগামী ৪দিন টিচিং এন্ড ট্রেনিং প্রোগ্রামে বক্তব্য রাখবেন।

পছন্দের আরো পোস্ট