রাবিতে শেষ হলো সাঁতার প্রশিক্ষণ কোর্স

রাবি প্রতিনিধিঃ

বয়সভিত্তিক ও অ-সাঁতারুদের সাঁতার প্রশিক্ষণ কোর্স ২০১৯ এর সমাপনী অনুষ্ঠান বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে অনুষ্ঠিত হয়।

Post MIddle

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ফখরুল ইসলাম। সেখানে স্বাগত বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আছাদুজ্জামান।

ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া তাঁর বক্তৃতায় শারীরিক সুস্থতার ক্ষেত্রে সাঁতারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন।

এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সদস্য সচিবসহ শরীরচর্চা শিক্ষা বিভাগের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।

পছন্দের আরো পোস্ট