ঢাবিতে ডেঙ্গু মশা নিধন কর্মসূচি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী,মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস নির্মাণ করার লক্ষ্যে প্রতিমাসের ১ম সপ্তাহ ‘ক্লিন ক্যাম্পান উইক’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত (২ আগস্ট ২০১৯) শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ হলে এক পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিধন কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীন, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, হল সংসদের ভিপি রিকি হায়দার আশা, জিএস সারা বিনতে জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।