খুবির এইচআরএম ডিসিপ্লিনে বিতর্ক প্রতিযোগিতা

খুবি প্রতিনিধিঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে ৩১৭ নং কক্ষে মানব সম্পদ ও ব্যবস্থাপনা (এইচআরএম) ডিসিপ্লিনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Post MIddle

তিন দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের মোট ৮ টি দল অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

ফাইনাল রাউন্ডে ‘সোশ্যাল মিডিয়া ইজ দ্য কজেজ অব কারেন্ট ডিগ্রেডেশন অব মোরাল ভ্যালুস’ বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় সরকারী দল বিজয়ী হয়।

বিজয়ী সরকারী দলের হাতে পুরস্কার তুলে দেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফিরোজ আহমেদ, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. এটিএম জহির উদ্দিন, সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক, এইচআরএম ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক প্রসেনজিৎ তরফদার এবং মোঃ মেহেদি হাসান। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট