ঢাবি ক্রিমিনোলজি বিভাগের ২দিনব্যাপী কর্মশালা

ঢাবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগ, জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড ডিসেন্ট ওয়ার্ক (আইসিডিডি)-এর যৌথ উদ্যোগে ‘তৈরি পোশাক শিল্পে মধ্য স্তরের ব্যাবস্থাপকদের দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক ২দিনব্যাপী কর্মশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অন সায়েন্সেস ভবনে আজ ২৯ জুন ২০১৯ শনিবার শেষ হয়েছে।

Post MIddle

গতকাল ২৮ জুন ২০১৯ শুক্রবার এই কর্মশালার ১ম দিনে ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান ও জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ক্রিস্টফ সেহেরার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এবং আজ ২৯ জুন ২০১৯ শনিবার তারা ভিন্ন ভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগ এবং ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশের তৈরি পোষাক শিল্পের উপর পরিচালিত একটি গবেষণা কর্মের ফলাফলের ভিত্তিতে এই কর্মশালার আয়োজন করা হয়। দু’দিনব্যাপী এই কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ প্রবন্ধ উপস্থাপন করেন । এতে গার্মেন্টস সেক্টরের কর্মকর্তারা অংশ নেন।

পছন্দের আরো পোস্ট