ইবিতে আইআইইআর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

|| ইবি প্রতিনিধি ||

 

নিজস্ব অর্থায়নে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইন্সিটিউট অফ ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

 

আইআইইআর- এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ, ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান খান টুটুল।

 

প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ৫ তলা ভবনের নকশার কাজ উদ্বোধন করা হলেও প্রাথমিকভাবে একতলার কাজ শুরু হচ্ছে। এতে মুল নকশায় রয়েছে. শিক্ষার্থীদের ক্লাস রুম, কনফারেন্স রুম, লাইব্রেরী, শিক্ষকদের অফিস রুম, কমন রুম, পরিচালকের অফিস এবং আবাসিক ব্যবস্থা। প্রাথমিক এই একতলা কাজটি পেয়েছে কুষ্টিয়ার ইউনিক কন্সট্রাাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। ১ কোটি টাকা ব্যয়ের এই ভবনটির কাজ আগামী এক বছরের মধ্যে সমাপ্ত হওয়ার নির্দেশনা রয়েছে।

 

প্রতিনিধি/টিএইচ/এমকে
পছন্দের আরো পোস্ট