স্বাশিপের ইফতার মাহফিলে শিক্ষা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর উদ্যোগে রবিবার আইডিবি ভবনের কাউন্সিল হলে “শিক্ষার মানোন্নয়নে আমাদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বি‌শেষ অ‌তি‌থি পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, মাউশি’র মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সাফিউদ্দিন আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রওনক আহমেদসহ শিক্ষা মন্ত্রণাল‌য়ের উচ্চ প্রদস্থ কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

Post MIddle

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর মোঃ সাজিদুল ইসলাম, অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, অধ্যক্ষ এস.এম আকরামুল হক, সাইদুর রহমান পান্না প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি বলেন.বর্তমান শেখ হা‌সিনা সরকার শিক্ষা ও শিক্ষকবান্ধব ।শিক্ষকদের স্বার্থে যত দূর সম্ভব সব করার চেষ্টা করছে সরকার। ননএমপিও যতগুলো স্কুল-কলেজ যোগ্য সবগুলোই এমপিও করার চেষ্টা চলছে। এসব প্রতিষ্ঠান এমপিওভূক্তির ঘোষণা শিগগিরই আসবে ইনশাআল্লাহ।

তি‌নি আ‌রো বলেন বিশ্বমানের শিক্ষার জন্য শিক্ষকদের জন্য যা যা প্রয়োজন পর্যায়ক্রমে সব করা হবে ।

পছন্দের আরো পোস্ট