উত্তরা ইউনিভার্সিটিতে ট্রেইনিং অন রিসার্স প্রপোজাল রাইটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

১৫ ও ১৬ জুন ২০১৯ বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী উত্তরা ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্স এন্ড ট্রেইনিং এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল “রাইটিং ইফেকটিভ রিসার্স প্রপোজাল এন্ড এ্যানালাইসিস প্রেজেন্টেশন এন্ড ইন্টারপ্রিটেশন অব রিসার্স রেজাল্ট- ২০১৯”।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের IQAC এর সেমিনার রুমে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। এই ট্রেইনিং এর মূল উদ্দেশ্য হলো শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরো বেশি বেশি সমৃদ্ধি অর্জন করা এবং ইউনিভার্সিটি গুনগত মান নিশ্চিত করা এবং সকল গাইডলাইন অনুসরন করে শিক্ষার মান উন্নত করা।

ওয়ার্কশপের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ও সমাপনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. দেবী নারায়ন পাল, পরিচালক, সিআরটি, উত্তরা ইউনিভার্সিটি।

পছন্দের আরো পোস্ট