রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বাড়লো

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন সময় তিন দিন বাড়ানো হয়েছে। ২৫ নভেম্বর রাত ১২টার পরিবর্তে এখন তা চলবে ২৮ নভেম্বর ২০১৮ইং রাত ১২টা পর্যন্ত।

আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা রওশন আলম।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (২০১৮-১৯) শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

Post MIddle

তিনটি অনুষদের অন্তর্ভুক্ত মোট ৪টি বিভাগে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদনের পর রকেটের মাধ্যমে নির্দিষ্ট ফি প্রদানের পর টিএক্সএন আইডি সংরক্ষণ করতে হবে।

এ বছর নতুন একটি অনুষদের অধীন ০১টি নতুন বিভাগ (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ) খোলায় আসন বেড়ে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫টি। এর মধ্যে কলা অনুষদের অধীন ৬৫টি, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ৩৫টি, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ৩৫টি আসন রয়েছে।

তিন অনুষদে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ডিসেম্বর ২০১৮ (শনিবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল বা টেলিফোন এবং সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

ভর্তি পরীক্ষার কেন্দ্র/আসন বিন্যাস, ভর্তি পরীক্ষার তথ্যবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.rub.ac.bd) পাওয়া যাবে এবং আবেদন সংক্রান্ত যে-কোন সমস্যা (admission.rub.ac.bd) ওইয়েবসাইটে জানানো হবে।

পছন্দের আরো পোস্ট