সাদার্ন ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস পালিত

সাদার্ন ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের উদ্যোগে পালিত হলো ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস-২০১৮। এবারের ফার্মাসিস্ট দিবসের মূল প্রতিপাদ্য হলো ‘ফার্মাসিস্টই আপনার ওষুধ বিশেষজ্ঞ’। আজ মঙ্গলবার সকাল ১০টায় ইউনিভার্সিটি ক্যাম্পাসে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা।

আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, ফার্মাসি বিভাগের প্রধান প্রফেসর মহিউদ্দিন চৌধুরী, বিভাগের শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাসহ শিক্ষার্থীরা। পরে সম্মেলন কক্ষে কেক কেটে দিবসকে স্বাগত জানান আয়োজক কমিটি।

Post MIddle

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, আমাদের দেশে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ সংরক্ষণ, ডিসপেন্সিং ও ওষুধ বিতরণ করা হয়ে থাকে যা একেবারে উচিৎ নয়।

চারিদিকে ভেজাল ওষুদের ছড়াছড়ি তাই ফার্মাসিস্টদের সতর্ক থাকেতে হবে ভেজাল ওষুদের কারণে যাতে কারো জীবনহানি না হয়। ওষুধের সংরক্ষণ, গুণগত মান, সঠিক ওষুধ নির্বাচন ও ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণের জন্য স্বাস্থ্যসেবায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

পছন্দের আরো পোস্ট