নর্দান ইউনিভার্সিটিতে অরিয়েন্টেশন সিরিমনি

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর টেক্সটাইল ইঞ্জিয়ারিং বিভাগের সামার সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন সিরিমনি অনুষ্ঠিত হয় গত ১৮ মে। বিশ্ববিদ্যালয়ের আশকোনাস্থ স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অরিন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভাইন টেক্সটাইল লিঃ এর নির্বাহী পরিচালক এবং আইটিইটি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ার হোসেন।

প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি বলেন, সফল হতে গেলে অধ্যবসয়ী হতে হবে। চার বছরের স্নাতক শ্রেণীতে অধ্যয়ণে তোমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনাহীন কোন মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারে না।

Post MIddle

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, আজকে তোমরা নর্দান পরিবারের সদস্য। একটি পরিবারের সদস্য হিসেবে তোমাদেরকে অবশ্যই সেই পরিবারের নিয়ম- কানুন মেনে চলতে হবে। দায়িত্বশীল আচড়ণ করা শিখতে হবে।

বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ একরাম আলী শেখ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিয়ারিং বিভাগের উপদেষ্টা, বিভাগের সমন্বয়ক মোঃ তানজিম হোসাইন, ক্যাম্পাস সমন্বয়ক মোঃ মহসিন আলী, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

পছন্দের আরো পোস্ট