রাবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ৫ দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আজ চারুকলা ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা। এ আয়োজনে উপাচার্য বিশিষ্ট শিল্পী বনিজুল হক ও মরহুম শিল্পী আসাদুল ইসলাম আসাদকে সম্মাননাও প্রদান করেন। তিনি বিভাগের কৃতী শিক্ষার্থীদেরও পুরস্কারে ভূষিত করেন।

Post MIddle

বিভাগের সভাপতি প্রফেসর মোস্তফা শরীফ আনোয়ার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেখানে অন্যান্যের মধ্যে ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমানসহ চারুকলা অনুষদের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট