ভাসানী বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন সচেতনতা বিষয়ক সেমিনার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য কমিশনের উদ্যোগে তথ্য অধিকার আইন ২০০৯ এর সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন ড. এ.এস.এম সাইফুল্লাহ।

Post MIddle

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসেন খান, তথ্য কমিশনের গবেশনা, প্রকাশনা ও প্রশিক্ষনের পরিচালক ড. মোঃ আব্দুল হামিদ, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন বিনতে আজিজ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা: তৌহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম।

//স

পছন্দের আরো পোস্ট