গ্রিন ইউনিভার্সিটিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

আবহমান বাংলার শিল্প-সংস্কৃতিকে ধারণ বর্ণাঢ্য আয়োজনে ৩য় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮ আয়োজন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী এ আয়োজনে গান, নাচ, অভিনয়, আবৃত্তি যন্ত্রবাদ্যসহ মোট দশটি বিভাগে এই প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। এতে প্রতিটি বিষয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. ফৈয়াজ খান। এর আগে ১৪ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, চেয়ারম্যান ড. হেলাল উদ্দিন আহমেদ, ড. আফজাল হোসেন খান, ক্লাব মডারেটর আব্দুল্লাহ আল-মাসুম, সভাপতি ফাইরুজ নাওয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাদ সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Post MIddle

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সংস্কৃতি জাতিকে স্বপ্ন দেখায়। সংস্কৃতি কর্মীদের দেখানো পথেই আমাদের সভ্যতা গড়ে ওঠে। যদিও প্রযুক্তির ছোঁয়ায় সংস্কৃতি চর্চা কিছুটা কমে গেছে। গ্রিন ইউনিভার্সিটি আয়োজিত এ ধরণের সাংস্কৃতিক প্রতিযোগিতা কিছুটা হলেও বাঙালী সংস্কৃতিকে ধরে রাখতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

//স

পছন্দের আরো পোস্ট