অধ্যাপক এইচ কে এস আরেফিন স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

বিশিষ্ট নৃ-বিজ্ঞানী অধ্যাপক ড. হেলাল উদ্দিন খান শামসুল আরেফিন (অধ্যাপক এইচ কে এস আরেফিন) স্মারক বক্তৃতা আজ (৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় মুজাফফ্র আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহির আহমেদ স্মারক বক্তৃতা প্রদান করেন। অধ্যাপক এইচ কে এস আরেফিন স্মারক বক্তৃতা আয়োজক কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় নৃ-বিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক ড. এইচ কে এস আরেফিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি অত্যন্ত সত্যনিষ্ঠ মানুষ ছিলেন। শিক্ষার্থীবান্ধব, সৎ ও আদর্শ শিক্ষক ছিলেন তিনি। দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি আজীবন কাজ করে গেছেন। তার আদর্শ অনুসরণ করে ভাল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, অধ্যাপক এইচ কে এস আরেফিন ২০১৬ সালের ২৪ ডিসেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

//স

পছন্দের আরো পোস্ট