কুবিতে ‘পূজা উদযাপন পরিষদ’র নতুন কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র সংগঠন ‘পূজা উদযাপন পরিষদ’র নতুন কমিটি গঠন করা হয়েছে। ইংরেজী ৫ম ব্যাচের শিক্ষার্থী রিংকু কুমার করকে সভাপতি এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ধসঢ়; বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত নাথকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।

গঠিত নতুন কমিটির অন্যান্য পর্যায়ে রয়েছেন যথাক্রমে সহ-সভাপতি প্রবীর চন্দ্র বর্মণ, অজয় তালুকদার মিঠু, নয়ন বনিক, কৃষ্ণ ভট্টাচার্য। সহ-সাধারণ সম্পাদক পংকজ চক্রবর্তী, সজীব দেবনাথ, রনি বসাক, বিপুল পাল। সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ  মন্ডল; সহ-সাংগঠনিক সম্পাদক প্রিন্স তালুকদার, সজীব মহাজন, জয়দেব চক্রবর্তী, পূজা বনিক। কোষাধ্যক্ষ সুব্রত দেব অলক; সহ-কোষাধ্যক্ষ বিপ্লব হালদার, অপু সাহা, বলাই সরকার। প্রচার সম্পাদক সুজিত হালদার; সহ- প্রচার সম্পাদক হিল্লোল কান্তি দাস, দিপু দেবনাথ, অমল কান্তি ত্রিপুরা।

Post MIddle

সাংস্কৃতিক সম্পাদক শিপ্রা দাস; সহ-সাংস্কৃতিক সম্পাদক অর্ণব তালুকদার, অর্ক গোস্বামী, যীশু তালুকদার। নতুন কমিটির উপদেষ্টা পরিষদে অন্যান্য শিক্ষকদের মধ্যে রয়েছেন- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ধসঢ়; বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিশ^জিৎ চন্দ্র দেব; একই বিভাগের সহকারী অধ্যাপক শুভ ব্রত সাহা; ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ দেবনাথ প্রমুখ।

প্রসঙ্গত, নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।বিশ্ববিদ্যালয়ের সূচনাকাল (২০০৭) থেকেই ক্যাম্পাসে যাত্রা শুরু করা এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় সাড়ে চার শতাধিক। নিজেদের ধর্মীয় আয়োজনের পাশাপাশি ক্যাম্পাসে বিভিন্ন সময় নানা ধরনের সমাজসেবামূলক কাজে পরিষদ’র সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

//স

পছন্দের আরো পোস্ট