মাভাবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত ছাত্রদের সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) বিশ্ববিদ্যালয়ের প্রত্যয় ৭১ প্রাঙ্গণে শীতার্ত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

০৯ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সংগঠনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরন করেন। এ সময় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে একটি করে কম্বল, সুয়েটার ও কানটুপি বিতরন করা হয়।

Post MIddle

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ইন্ধিসঢ়;জ. ড. মো: তৌহিদুল ইসলাম, কাম ফর রোড চাইল্ড, মাভাবিপ্রবি শাখার সভাপতি সাইফুল মজুমদার, সাধারণ সম্পাদক রাহাত শিকদার, সহ-সভাপতি আরিফ হোসেন, উপ অর্থ সম্পাদক জান্নাত মৌ, নারী বিষয়ক সম্পাদক ফারজানা মৌ, মাহমুদা মিম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৭ সালের ২২ জুলাই পথশিশু মুক্ত দেশ গড়ার লক্ষ্যে এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়।

//স

পছন্দের আরো পোস্ট