এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে হল্ট প্রাইজ চূড়ান্ত বাছাই

গত ১৫ই ডিসেম্বর রাতে নগরির এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের নোবেল পুরষ্কার হিসেবে পরিচিত হল্ট প্রাইজ ইভেন্টের চূড়ান্ত বাছাই পর্ব। বিশে^র একমাত্র মহিলা বিশ^বিদ্যালয় হিসেবে হল্ট প্রাইজে অংশ নেয়া এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের ছাত্রীরা । এবারের চ্যালেঞ্জটি হলো Harnessing the Power of Energy to Transform the Lives of 10 Million People । এই চ্যালেঞ্জটি সমাধান করে ক্লিনটন গ্লোবাল ইনেশিয়েটিভের পক্ষ থেকে ১ মিলিয়ন ইউএস ডলার পুরষ্কার প্রদান করবেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ।

ড. মুকেশ গুপ্তার স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া উদ্ভোধনি পর্বে স্বাগত বক্তব্য রাখেন হল্ট প্রাইজ ইভেন্টের ক্যাম্পাস পরিচালক সায়মা আক্তার জাফরিন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এশিয়ান টিভি’র পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় প্রধান কামরুল হাসান বাচ্চু ।

হল্ট প্রাইজ চূড়ান্ত বাছাইচূড়ান্ত বাছাই পর্বে দলগত ভাবে অংশ নেয় ৮টি দল তাদের উদ্ভাবনী আইডিয়া গুলো বিচারকদের সামনে উপস্থাপন করে। অংশ গ্রহনকারীদের মধ্যে বিচারক প্যানেল টিম গুডনেস এক্সচেঞ্জ কে চ্যাম্পিয়ন,হোপ এবং ম্যানিকুইন টিমকে ১ম ও ২য় রানার্সআপ নির্বাচিত করে। বিজয়ী ৩টি টিম দেশের বাহিরে হল্ট প্রাইজের পরবর্তি রাউন্ডে অংশ নেবে।

Post MIddle

মিডিয়া পার্টনার এশিয়ান টিভি’র চট্টগ্রাম বিভাগীয় প্রধান কামরুল হাসান বাচ্চুকে ক্রেস্ট তুলে দেন ড. মুকেশ গুপ্তা এবং হল্ট প্রাইজ ক্যাম্পাস পরিচালক সায়মা আক্তার জাফরিন

পরে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে অধ্যায়নরত বিভিন্ন দেশের ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় হল্ট প্রাইজ এর চূড়ান্ত বাছাই পর্ব। এবার বিদেশের মাটিতে বিশে^র বিভিন্ন কলেজ, বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে মেধার প্রতিযোগিতায় অংশ নিবে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের ছাত্রীরা।

হল্ট প্রাইজ চূড়ান্ত বাছাই

পছন্দের আরো পোস্ট