দূর্গাপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন

ঢাকার অদূরে আশুলিয়ার শিক্ষা খাতের উন্নয়নে বিস্তর অংশীদারীত্বের অধিকারী দূর্গাপুর আইডিয়াল স্কুলের নতুন ভবন  উদ্বোধন করা হয়েছে।

আজ (১৭ ডিসেম্বর) রবিবার বেলা ১ টায় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান শাহাবউদ্দিন মাদবর স্কুলের নতুন ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সবাই নতুন ভবন ঘুরে দেখেন। এ সময় আশুলিয়া আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় দুইশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান শাহাবউদ্দিন মাদবর উক্ত স্কুলের উত্তরোত্তর উন্নতিতে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, “আশুলিয়া ইউনিয়নের শিক্ষার মানকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে ভূমিকা রাখছে দূর্গাপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ। আশুলিয়ার সকল স্কুলের কাছে এটি রোল মডেল হিসেবে কাজ করবে।”

Post MIddle

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো রুবেল মন্ডল বলেন, ‘স্কুলের উন্নয়নের কাজে ধাপে ধাপে সমাপ্ত হচ্ছে। ইতিমধ্যে ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুমের কার্যক্রম চালু হয়েছে। আমার শিক্ষানুরাগী পিতা মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মন্ডলের প্রবল ইচ্ছার কারণেই আজ এই পর্যায়ে আসতে পেরেছে স্কুল।’ স্কুলের নতুন লাইব্রেরী, কম্পিউটার ল্যাব অতি শীঘ্রই চালু হবে বলেও জানান তিনি।

এছাড়াও মূল ভবনের অবশিষ্ট কাজ দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের এডমিন রাহিদ হোসেন রিয়াদ।

উপস্থিত ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী সকলে আনন্দমুখর পরিবেশে উদ্বোধনী আয়োজন সম্পন্ন করেন। পাশাপাশি বিকেলে অনুষ্ঠিত হবে স্কুলের ছাত্র-ছাত্রী এবং খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

//শ

পছন্দের আরো পোস্ট