আইইউবিতে একাডেমিক এ্যাওয়ার্ড প্রদান

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আই ইউ বি)-র কৃতি শিক্ষার্থীদেরএকাডেমিক এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস,বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সর্বমোট ১৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গুলো হচ্ছে ডীনস্ লিস্ট , ডীনস্ মেরিটলিস্ট, ডীনস্ অনারলিস্ট, উপাচার্য লিস্ট এবংউপাচার্য অনারলিস্ট। উপাচার্য অনার লিস্টভুক্ত শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং ডীনস্ অনারলিস্টভুক্ত শিক্ষার্থীদের ৫ হাজার টাকার ‘বুকএ্যাওয়ার্ড” দেওয়া হয়। উলে্লখ্য যে, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আই ইউ বি) চলতি বছরে বিভিন্ন পর্যায়ে সর্বমোট দশ কোটি টাকার স্কলারশীপ, অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান করেছে।

Post MIddle

অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেন আইইউবি-র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন এবং রেজিষ্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা ছাড়া ও তাঁদের অভিভাবক,বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান,শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট