ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ পুরস্কার পেল ইস্ট ওয়েস্ট

তথ্য ও প্রযুক্তি খাতে অবদান রাখায় শিক্ষা খাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ২০১৭ সালের ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ পুরস্কার অর্জন করেছে। শনিবার ০৯ ডিসেম্বর ২০১৭ ডিজিটাল ওয়ার্ল্ড সমাপনী অনুষ্ঠানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মোজাম্মেল হক আজাদ খানের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Post MIddle

গত কয়েক বছরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে তথ্য ও প্রযুক্তির ব্যবহার অনেক বেড়েছে। এখানে ভর্তি আবেদনের সবকিছুই অনলাইনে করার ব্যবস্থা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেনাকাটায় চালু আছে ই-টেন্ডারিং। লাইব্রেরিতে রয়েছে এক লাখেরও বেশী ই-বুক। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের কাজ সমন্বয়ের জন্যও রয়েছে বিশেষ সফটওয়্যার। আর এসব অগ্রগতিকেই ডিজিটাল ওর্য়াল্ড পুরস্কারের জন্য বিবেচনায় নেয়া হয়েছে বলে জানানো হয়।

পছন্দের আরো পোস্ট