বিটিভিতে ‘কালান্তর’ আগামীকাল

বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘কালান্তর’ আগামী ৬ই ডিসেম্বর (বুধবার) বিকেল ৩:৩০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলেন সাংবাদিক শরীফ তালুকদার। এতে আলোচনা পর্বে অংশগ্রহন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। এতে সংগীত পরিবেশন করেন দিনাত জাহান মুন্নী ও ঝিলিক। নৃত্য পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক মনিরা পারভীন হেপী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা নওরীন, মোঃ ওয়াহিদুল ইসলাম, শফিক বাপ্পী, নিশাত জাহান, ইসমাত জাহান হিমি, জান্নতে নাইম। এছাড়াও উক্ত পর্বে অংশগ্রহণ করে সোহানা শান্তি, আজহারুল ইসলাম, মনোয়ার হোসেন ও মিলন হোসেন।

পছন্দের আরো পোস্ট