জাবিতে বর্জ্য ব্যবস্থাপনা অধিকতর উন্নত করতে হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা অধিকতর উন্নত করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সিনেট হলে আজ বেলা ১১ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত সকলে এ মত প্রকাশ করেন। কমিটির প্রধান অধ্যাপক ড. মো. খবিব উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। প্রো-উপাচার্য তাঁর বক্তব্যে বলেন যে, ক্যাম্পাসের বর্জ্য সঠিকভাবে সঠিক জায়গায় ফেলার জন্য সকলকে আরো সচেতন হতে হবে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। রেজিস্ট্রার তাঁর বক্তব্যে বলেন যে, বাইরের অতিথি এবং ক্যাম্পাসবাসীগণ সবাই যদি পরিবেশ সচেতন হয়ে ডাস্টবিন ব্যবহার করে তাহলে আমাদের প্রিয় ক্যাম্পাস আরো সুন্দর হতে পারে।

Post MIddle

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. খবির উদ্দিন বলেন, বর্জ্য ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদেরকে আরো মনোযোগের সাথে দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে আমরা অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ক্যাম্পাসের পরিবেশ আরো দৃষ্টিনন্দন করতে সমর্থ হবো।

পছন্দের আরো পোস্ট