বিইউএফটি প্রভাষকের ম্যানচেস্টার সফর

ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অফ ফ্যাশান টেকনোলজি ইন্সিটিউট (IFFTI), বিশ্বের ২২ টি দেশের ৪৫ টি ফ্যাশন  শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গঠিত। পারস্পরিক সহযোগিতার মাধ্যোমে বিশ্বের টেক্সটাইল ও পোশাক বাণিজ্যের উন্নতি সাধনই তাদের লক্ষ। এরই ধারাবাহিকতাই প্রতি বছরে তারা আন্তর্জাতিক ফ্যাশন ইন্সটিটিউট এর মধ্যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম আয়োজন করে যাচ্ছে।

Post MIddle

এই বছর বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি (BUFT) এর প্রভাষক, মো: ইফতেখার রহমান ইংল্যান্ড এর সনামধন্য ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি (MMU) সফর এর জন্যে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের ফ্যাশন শিক্ষা ব্যাবস্থায় বিইউএফটির ক্রমবর্ধমান গবেষনা ও উন্নয়নের একটি বড় অধ্যায় হিসেবে তিনি এই সফর কে দেখছেন।

সফরকালে তিনি বাংলাদেশ এর উন্নয়নশীল ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে MMU এর শিক্ষার্থীদের অবহিত করবেন এবং তাদের সিলেবাস ও পাঠগ্রহন পদ্ধতির ব্যাপারে জানবেন। ভবিষ্যতে বাংলাদেশি ফ্যাশন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং পাঠদান প্রক্রিয়ার উন্নয়নে তিনি কাজ করতে চান।

পছন্দের আরো পোস্ট